ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গণমাধ্যম কর্মী আইন পাস করুন: বিএফইউজে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫২, ৩ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

অবিলম্বে গণমাধ্যম কর্মী (চাকরির শর্তাবলী) আইন পাস করার দাবি জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মনজুরুল আহসান বুলবুল মহাসচিব ওমর ফারুক।

শনিবার এক বিবৃতিতে বলেন, বিএফইউজে নেতৃত্বে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর নবম ওয়েজ বোর্ড গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রীর এ উদ্যোগের ফল যাতে গণমাধ্যমের সকলেই বিশেষ করে ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরতরাও পেতে পারেন সে জন্য উল্লেখিত আইনটি পাস করা জরুরি। বিএফইউজে’র পক্ষ থেকে তিন বছর আগেই আইনের খসড়া তথ্য মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে।

নেতৃবৃন্দ আশা করেন, নবম ওয়েজ বোর্ডের প্রথম বৈঠকের পূর্বেই সরকার এ আইনটি কার্যকর করবেন।

 

আর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি