ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

গেইলের কাছে হেরে গেলেন যুবরাজ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫০, ২৭ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

অবসরের পর এই প্রথম কোনো প্রতিযোগীতায় দেখা গেল যুবরাজকে। গ্লোবাল টি২০ কানাডা টুর্নামেন্টে অংশ নেন তিনি। তবে প্রত্যাশা অনুযায়ী নিজেকে মেলে ধরতে পারেননি ভারতের সাবেক এই বিধ্বংসী ব্যাটসম্যান। ওই ম্যাচে নাটকীয়ভাবে মাঠ ছাড়েন যুবরাজ। ফলে, তার দলও হেরে যায়। 

বৃহস্পতিবার যুবরাজের টরেন্টো ন্যাশনালস ও ক্রিস গেইলের ভ্যাঙ্কুভার মুখোমুখি হয়। টসে জিতে গেইল ব্যাটিংয়ে পাঠায় যুবরাজদের। 

ব্যাট করতে নেমে শুরুটা মোটেও রাঙাতে পারেনি টরেন্টো। শুরুতেই পথ হারান ব্রেন্ডন ম্যাককালাম। কানাডিয়ান ব্যাটসম্যান রড্রিগো থমাস সর্বোচ্চ ৪১ রান করেন। ইনিংসের ১৭ তম ওভারে রিজওয়ান চিমার বলে যুবরাজের ব্যাট ছুয়ে যায়, তবে উইকেট রক্ষক টোবিয়াস ভিসের ব্যর্থতায় সে যাত্রায় স্ট্যাম্পিংয়ের হাত থেকে বেঁচে যান যুবরাজ। 

তবে বল ঠিকই লাগে স্ট্যাম্পে এবং বেল পড়ে যায়। কিন্তু আম্পয়ার আউট দেয়ার আগেই মাঠ ছাড়েন তিনি। খেলা শেষে টুইটারে যুবরাজের আউটের ভিডিও প্রকাশ পেলে সেখানে দেখা যায়, যখন বল পড়ছে তখনো যুবরাজের পা মাটিতে ছুঁইছে। বেল পড়ে যাওয়ার পর তার পা ক্রিস থেকে উঠে যায়। কিন্তু সবকিছু এতো দ্রুত ঘটে যে যুবরাজ নিশ্চিত আউট ভেবে মাঠ ছাড়েন। শেষ পর্যন্ত টরেন্টো নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৫৯ রান তুলতে সক্ষম হয়। 

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভাল করার ইঙ্গিত দিলেও বেশিদূর যেতে পারেননি গেইল। ১০ বলে মাত্র ১২ রান করেন তিনি। তবে দলের জয় পেতে খুব বেশি কষ্ট শিকার করতে হয়নি ভ্যাঙ্কুভার নাইটসের। মাত্র ১৭.২ ওভার ব্যাট করে জয়ের বন্দরে ছৌঁছায় গেইলরা। 

আই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি