ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

চট্টগ্রামে পুড়ল লবণের ৩ কারখানা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১০, ২ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

আগুনে পুড়ে গেছে চট্টগ্রামের মাঝিরঘাট এলাকায় তিনটি লবণ প্রক্রিয়াজাতকরণ কারখানা। বৈদ্যুতিক গোলোযোগ থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ ও নন্দনকানন স্টেশনের কর্মীরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিস চট্টগ্রাম অঞ্চলের সহকারী-পরিচালক কামাল উদ্দিন ভুঁইয়া জানান, প্রথমে মাঝিরঘাটের নারিকেল তলা এলাকার আধাপাকা একটি লবণ প্রক্রিয়াজাতকরণ কারখানায় আগুন লাগার পর তা পাশের অন্য দুই কারখানায় ছড়িয়ে পড়ে। আগুনে তৈয়বিয়া সল্ট ক্রাসিং মিল, ইসা ও মুসা সল্ট ক্রাসিং মিল এবং ডলফিন সল্ট ক্রাসিং নামের তিনটি কারখানা পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান কামাল উদ্দিন ভুঁইয়া।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি