ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

চলছে এসআইবিএলের মাসব্যাপী ই-পেমেন্ট প্রশিক্ষণ কর্মশালা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০২, ১১ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

সম্প্রতি মাসব্যাপী ই-পেমেন্ট সংক্রান্ত বিষয়ে একটি প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট। এ প্রশিক্ষণে আরটিজিএস সিস্টেমের মাধ্যমে শুল্ক-করাদি, সরকারি ফি, চার্জ ইত্যাদি পরিশোধে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। 

প্রশিক্ষণ কর্মশালায় সোশ্যাল ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখা থেকে আগত পঞ্চাশ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন। 

এসময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোশ্যাল ইসলামী ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের প্রধান খন্দকার মোঃ শরিফুল আলমসহ বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংকের প্রতিনিধিগণ।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি