চার সাংবাদিক পেলেন সাইবার অপরাধবিষয়ক পুরস্কার
প্রকাশিত : ০৯:২৮, ২০ এপ্রিল ২০১৯
 
				
					চার সাংবাদিক পেলেন ‘সাইবার অপরাধ ও সহিংস উগ্রবাদ বিষয়ক সাংবাদিকতা ফেলোশিপ-২০১৯’ এর পুরস্কার। শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটেতে তাদের হাতে এ সম্মাননা তুলে দেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক মীর মো. নজরুল ইসলাম।
সাইবার অপরাধ বিষয়ক প্রতিবেদনের জন্য তাদেরকে ফেলোশিপ সনদ, সম্মাননা স্মারক এবং সম্মানি হিসেবে ২৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে।
এ অনুষ্ঠানের আয়োজন করে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন।
পুরস্কার পাওয়া চার জন হলেন, বিবিসি বাংলার ফয়সাল মো. তিতুমীর, নিউজ২৪-এর সিউল আহমেদ, এনটিভির আরাফাত আলী সিদ্দিকী এবং দৈনিক সমকালের সাজিদা ইসলাম পারুল।
ফেলোশিপ প্রদান অনুষ্ঠানে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি কাজী মুস্তাফিজ, সাধারণ সম্পাদক আবদুল্লাহ হাসান, উপদেষ্টা এ কে এম নজরুল হায়দার, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক কাজী এম আনিছুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএইচ/
 
				        
				    






























































