ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

জয়ের উল্লাসে মেতেছে রিয়াল মাদ্রিদের সমর্থকরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৮, ৪ জুন ২০১৭ | আপডেট: ১৮:১২, ৪ জুন ২০১৭

Ekushey Television Ltd.

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা জয়ের উল্লাসে মেতেছে হাজারো রিয়াল মাদ্রিদের সমর্থকরা।
শিরোপার লড়াইয়ে জুভেন্টাসকে ৪-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতে রেকর্ড গড়ে রিয়াল মাদ্রিদ। এই জয়ে ম্যাচ শেষে হাজারো দশর্ক রাতেই সেন্ট্রাল মাদ্রিদে এসে উল্লাসে মাতে তারা। নাচ আর গানে আনন্দে উৎযাপন করে এই রিয়ালের সমর্থকরা। ফাইনালের লড়াইয়ের ম্যাচটি সরাসরি মাঠে না দেখতে পারলেও, রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে মাঠের মাঝে বড় পর্দার মাধ্যমে শতশত দর্শক খেলার সুযোগ পায়। আর এদিন তাদের হতাশও করেনি জিদানের শিষ্যরা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি