ঝিনাইদহ মেয়রের সঙ্গে ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সাক্ষাৎ
প্রকাশিত : ২২:৪৯, ১৯ জুন ২০১৮ | আপডেট: ২৩:২০, ১৯ জুন ২০১৮
 
				
					ঝিনাইদহ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ঢাকা কলেজ সাংবাদিক সমিতির নবনির্বাচিত কমিটির সভাপতি তবিবুর রহমান।
শনিবার দুপুরে ঝিনাইদহ পৌরসভা ভবনে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে তার সঙ্গে কুশল বিনিময় করেন। পৌর মেয়র সাইদুল করিম মিন্টু বলেন, সাংবাদিকরা কর্মক্ষেত্রে অন্যদের চেয়ে বেশী ঝুঁকি নিয়ে দেশের কল্যাণে সত্য প্রকাশে কাজ করে যাচ্ছেন। অথচ তাদের সেভাবে মূল্যায়ন হচ্ছে না। এসময় তিনি সাংবাদিকদের পাশে থেকে সহযোগিতার আশ্বাস দেন।
তিনি বলেন, বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার ছবি সাধারণ জনগনের কল্যাণে পাঠকের কাছে বস্তুনিষ্ট ভাবে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহবান জানা তিনি। এসময় তিনি তার কিছু কর্মকাণ্ড তুলে ধরেন যেগুলো শুধু স্থানীয় ভাবেই প্রকাশ পেয়েছেন।
তাই তিনি তার সকল কর্মকাণ্ড গুলো তুলে ধরলে সবাই দেখে উদ্বুদ্ধ হবে। এসময় আরও উপস্থিত ছিলেন, কথন সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক প্রতাপ আদিত্য, কবি সাহিত্যিক সুমন শিকদার জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মাসুদ রানাসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
 
				        
				    






























































