ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

টস হেরে ফিল্ডিংয়ে টাইগাররা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৩, ২৭ অক্টোবর ২০২২ | আপডেট: ০৮:৫৬, ২৭ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দ. আফ্রিকার অধিকায়ক টেম্বা বাভুমা। ফলে প্রমমে ফিল্ডিংয়ে নামতে হচ্ছে টাইগারদেরকে।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ৯টায়।

দক্ষিণ আফ্রিকাকে আটকাতে এই ম্যাচে এক বদল নিয়ে মাঠে নেমেছে টাইগাররা। ইয়াসির আলি রাব্বির জায়গায় মেহেদী হাসান মিরাজকে সুযোগ দেয়া হয়েছে। 

দলে এক পরিবর্তন এনেছে দক্ষিণ আফ্রিকা শিবিরও। পেসার লুঙ্গি এনগিডির বদলে দলে টেনেছে চায়নাম্যান তাবরেইজ শামসি।

নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনার পর আরও একটা জয়ের খোঁজে বাংলাদেশ। সেই লক্ষ্য নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে টিম টাইগার্স। 

অন্যদিকে, প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে নিশ্চিত জয়ের দুয়ারে থেকেও বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ১ পয়েন্ট খোয়ায় প্রোটিয়া বাহিনী। আর তাই আজকের ম্যাচটি তাদের জন্যও গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মোসাদ্দেক হোসেন।

দক্ষিণ আফ্রিকা একাদশ: টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রাইলি রুশো, অ্যাইডেন মার্করাম, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, ওয়েইন পারনেল, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, আনরিখ নরকিয়ে, তাবরেইজ শামসি।

প্রসঙ্গত, সিডনিতে খেলা শুরু হওয়ার কিছুক্ষণ আগে থেকে বৃষ্টি শুরু হলেও সেটি এখন অনেকটাই কমে গেছে। ফলে নির্ধারিত সময়ে খেলা শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি