ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

টাইগারদের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

প্রকাশিত : ১২:৪৬, ২ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

বিশ্বকাপ ক্রিকেটের এবারের আসরের ৪০তম ম্যাচে আজ মঙ্গলবার মুখোমুখি ভারত-বাংলাদেশ। ইংল্যান্ডের বার্মিংহামের এজবাস্টনে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি।

এই এজবাস্টনেই প্রথম হারের মুখ দেখতে হয়েছে ভারতকে। ইংল্যান্ডের বিরুদ্ধে গত রোববার হারের পর এই মাঠেই আজ বাংলাদেশের বিরুদ্ধে নামতে হচ্ছে ভারতকে। সেমিফাইনালে যেতে হলে ভারতকে জিততে হবে আর মাত্র এক ম্যাচ। ইংল্যান্ডের বিরুদ্ধে সেই ম্যাচ জিতে নিতে পারলে স্বস্তিতেই টাইগারদের বিরুদ্ধে নামতে পারত ভারতীয় ব্রিগেড। কিন্তু তেমনটা হয়নি। এবার বাংলাদেশের বিরুদ্ধে সেই লক্ষ্যেই নামবে ভারত।

তবে ইতিমধ্যেই চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন বিজয় শঙ্কর। আর এই অবস্থায় যেমন হতে পারে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের একাদশ।

ভারতের সম্ভাব্য একাদশ

রোহিত শর্মা, কে এল রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), ঋষভ পন্থ, মহেন্দ্র সিং ধোনি, দীনেশ কার্তিক, হার্দিক পান্ড্য, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি, যুজবেন্দ্র চহাল ও যশপ্রীত বুমরা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি