ঢাকা, রবিবার   ২০ জুলাই ২০২৫

টানা সাতবার ভারতের শীর্ষ ধনী আম্বানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৯, ২৬ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ভারতের রিলায়েন্স গ্রুপের কর্ণধার মুকেশ আম্বানি এ বছর নিয়ে টানা সাতবার শীর্ষ ধনীর আসন ধরে রেখেছেন। বার্কলেস ও হুরুন ইন্ডিয়ার এক সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে।

আজ বুধবার সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়। এ নিয়ে আম্বানির সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৩ লাখ ৭১ হাজার কোটি রুপিতে।

এ বছর এক হাজার কোটি রুপি সম্পদের মালিকানায় যোগ হয়েছেন ভারতের ২১৪ জন। এখন এক হাজার কোটি রুপির ঘরে রয়েছেন ৮৩১ জন ধনী।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ভারতের সেরা ১০ ধনীর তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে এসপি হিন্দুজা ও তাদের পরিবার। তাদের সম্পদের পরিমাণ ১ লাখ ৫৯ হাজার কোটি রুপি।

তৃতীয় স্থানে থাকা এল এন মিত্তল ও তার পরিবারের সম্পদের পরিমাণ ১ লাখ ১৪ হাজার ৫০০ কোটি রুপি। এরপর রয়েছেন আজিম প্রেমজি (৯৬ হাজার ১০০ কোটি রুপি), সান ফার্মাসিউটিক্যালসের দিলীপ সাংভি (৮৯ হাজার ৭০০ কোটি রুপি), কোটাক মাহিন্দ্র ব্যাংকের উদয় কোটাক (৭৮ হাজার ৬০০ কোটি রুপি) এবং সাইরাস পুনওয়ালা (৭৩ হাজার কোটি রুপি)।

 

এমএইচ/ এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি