ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

ট্রাম্পের আয়কর বিবরণী প্রকাশ

প্রকাশিত : ০৯:২১, ১৫ মার্চ ২০১৭ | আপডেট: ০৯:২১, ১৫ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়কর বিবরণী প্রকাশ। ২০০৫ সালে  ৩ কোটি ৮০ লাখ মার্কিন ডলার আয়কর দেন তিনি। যুক্তরাষ্ট্রের একটি সংবাদমাধ্যমে দুই পাতার এ বিবরণিটি প্রকাশিত হয়। স্থানীয় সময় মঙ্গলবার রাতে এমএনসিবিসি-তে সাংবাদিক ডেভিড জনস্টনের মাধ্যমে তা প্রকাশ হয়। তবে এখানে পুরো তথ্য নেই বলে জানান ডেভিড। এর আগে  ট্রাম্প তার আয়কর বিবরণী প্রকাশ করবেন না বলে জানিয়েছিলেন তার সিনিয়র উপদেষ্টা কেলিয়ান কনওয়ে। এর পক্ষে যুক্তি দেখিয়ে বলা হয়েছিল, এ সংক্রান্ত নিরীক্ষা সম্পন্ন হওয়ার পরই কেবল ওই রিটার্ন প্রকাশ করা হবে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি