ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

তরুণরাই পারে উগ্রবাদ রুখে দিতে: জার্মান রাষ্ট্রদূত

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ২১:১৮, ৩১ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার বলেছেন তরুণরাই দেশের ভবিষ্যৎ। তারা এই সমাজের আত্মা। সকল কার্যক্রমে তাদের সম্পৃক্ততা ছাড়া অগ্রগতির সুযোগ নেই। নারী ও তরুণদের ইতিবাচক অংশগ্রহন সমাজের উগ্রোবাদ রুখে দিতে পারে। 

বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকেলে জার্মান সরকারের অর্থায়নে পরিচালিত বেসরকারি উন্নয়ন সংস্থা ‘দি হাঙ্গার’ প্রজেক্টের ব্রেভ প্রকল্পের আয়োজনে বাগেরহাটের তরুণদের সাথে একটি অভিজ্ঞতা বিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এখানে তরুণদের অংশগ্রহণ খুবই আকর্ষণীয় ছিল। আমি ভেবেছিলাম আমার মতো বয়স্করাই এখানে বেশি থাকবেন। তবে তরুণদের অংশগ্রহণ এবং তাদের সম্পৃক্ততা দেখে আমি অভিভূত হয়েছি।  তাদের গতিশীলতা এবং সক্রিয়তা আমাকে মুগ্ধ করেছে। এটা খুবই অসাধারণ একটা অভিজ্ঞতা।

বাগেরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত ওই অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা তিনশতাধিক তরুণ অংশ নেন। সভায় উপস্থিত তরুণদের কথা শোনার পাশাপাশি বিভিন্ন বিষয়ে তাদের চ্যালেঞ্জ, আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা করেন রাষ্ট্রদূত।

ব্রেভ মূলত ‘উগ্রবাদ-জঙ্গীবাদ সহিষ্ণু এলাকা’ সৃষ্টির একটি উদ্যোগ। ২০২০ সাল থেকে ‘দি হাঙ্গার’ প্রজেক্ট প্রশিক্ষিত তরুণ স্বেচ্ছাসেবকদের নিয়ে বাগেরহাট জেলার তিনটি উপজেলার ২৬ টি ইউনিয়নে এই কার্যক্রম বাস্তবায়ন করছে। জার্মান সরকারের সহযোগীতায় বাস্তবায়িত হচ্ছে এই প্রকল্পটি। 

এমএম/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি