ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

তামিমের প্রশংসায় পঞ্চমুখ অনিল কুম্বলে

প্রকাশিত : ১৩:৪৪, ২২ মে ২০১৯

Ekushey Television Ltd.

তামিম ইকবাল কোনও দলের বোলিং লাইনআপ ভেঙে চুরমার করার ক্ষমতা রাখে বলে মনে করেন ভারতের সাবেক লেগ স্পিনার ও কোচ অনিল কুম্বলে। অনিল বলেন, বর্তমান বিশ্বের অন্যতম সেরা ওপেনার তামিম।

বাংলাদেশের সামর্থ্য নিয়ে সংশয়ের কোনও জায়গা নেই মন্তব্য করে এই কিংবদন্তি বলেন, টাইগাররা এবার বিশ্বকাপে দুর্দান্ত খেলবে। কারণ তামিম, সাকিব ও মুশফিকুর রহিম বছরের পর বছর ভালো ক্রিকেট খেলে আসছে।

তবে নকআউট ম্যাচে বাংলাদেশ নিজেদের মেলে ধরতে পারে না বলে উল্লেখ করলেন অনিল। বলেন, ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ও ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে সেটা দেখা গেছে। তাই বিশ্বকাপে এই বাধা পার হওয়াটাই বাংলাদেশের জন্য আসল চ্যালেঞ্জ।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি