ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশর শেষ ম্যাচে কাল 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৫, ২৩ মে ২০১৭

Ekushey Television Ltd.

ত্রিদেশীয় সিরিজে নিজেদের শেষ ম্যাচে কাল নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ডাবলিনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টায়।
এ সিরিজে কোন ফাইনাল ম্যাচ নেই। এরই মধ্যে ৩টি করে ম্যাচ খেলেছে দু’দল। ৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে কিউইরা চ্যাম্পিয়ন হয়েছে এক ম্যাচ হাতে রেখেই। আর সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে রানার্স আপ বাংলাদেশ। প্রথম ম্যাচ স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে বৃষ্টিতে পরিত্যাক্ত হয়। ওই ম্যাচে জিতলে এখনও সম্ভাবনা থাকতো টাইগারদের। তাই কালকের ম্যাচটি শুধুই নিয়ম রক্ষার। তবে কোনো ছাড় দিতে নারাজ মাশরাফি বাহিনী। কারন এ ম্যাচে জয় দিয়ে রেটিং পয়েন্ট বাড়াতে চায় তারা।

 

 

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি