ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫

থাইল্যান্ডে শতাধিক নাবিক নিয়ে নৌ বাহিনীর জাহাজডুবি, নিখোঁজ ৩১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৪, ১৯ ডিসেম্বর ২০২২ | আপডেট: ১৩:০৯, ১৯ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

থাইল্যান্ড উপসাগরে দেশটির একটি নৌ-বাহিনীর জাহাজ ডুবে গেছে। ঘটনাস্থল থেকে হেলিকপ্টারের মাধ্যমে ৭৫ জন নাবিককে উদ্ধার করা গেলেও এখনও ৩১ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

মার্কিন সংবাদমাধ্যম এপি’র প্রতিবেদনে জানা গেছে, রবিবার সন্ধ্যায় ঝড়ো বাতাসে ‘এইচটিএমএস সুখোথাই’ রণতরীর বিদ্যুৎ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। খবর পাওয়া মাত্র থাই রয়েল নেভি তিনটি ফ্রিগেট ও দুটি হেলিকপ্টার পাঠিয়েছে। মেশিনের সাহায্যে জাহাজটিকে তোলার চেষ্টা করলেও সম্ভব হয়নি। 

বিবিসি জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। জাহাজটিতে ১০৬ জন ছিল বলে জানা গেছে।

সাগরে টহল দেওয়ার সময় জাহাজটি ঝড়ের কবলে পড়ে। ডুবে যাওয়ার প্রাথমিক কারণ হিসেবে কর্মকর্তারা বলছেন, ঝড়ের কারণে জাহাজে পানি ঢুকে। পুরো জাহজ দ্রুত প্লাবিত হওয়ায় পাওয়ার রুমে শর্ট।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি