ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

দায়িত্ব নিতে আজ ঢাকায় আসছেন ডমিঙ্গো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৭, ২০ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

বাংলাদেশ ক্রিকেট দলের দায়িত্ব নিতে দেশে আসছেন টাইগারদের নতুন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় ঢাকায় আসবেন বলে জানা গেছে।

ইংলিশ কোচ স্টিভ রোডসকে বিদায় দেয়ার পর কোচ খুঁজছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তালিকায় অনেক হাই-প্রোফাইল কোচ থাকলেও, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গত শনিবার রাসেল ডোমিঙ্গোকেই হেড কোচ হিসেবে বেছে নিয়েছে বিসিবি। দুই বছরের চুক্তিতে হেড কোচের ভূমিকায় থাকবেন সাবেক দক্ষিণ আফ্রিকান এই কোচ।

সব কিছু ঠিক থাকলে আগামীকাল বুধবার ক্যাম্পে বাংলাদেশ অধ্যায়ের অভিষেক হবে ৪৪ বছর বয়সী রাসেল ডমিঙ্গোর।

দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৩, অনূর্ধ্ব-১৯, বি দল ও এ দলের দায়িত্ব পালন করেছেন ডমিঙ্গো। ২০০৫ সালে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া দল ওয়ারিয়র্স কোচের দায়িত্বও পান তিনি। সহকারী কোচ থেকে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দলের হেড কোচেও উন্নীত হন ডমিঙ্গো। এরপর পান তিন সংস্করণেই দক্ষিণ আফ্রিকার প্রধান কোচের দায়িত্ব। ২০১৭ সালে ওটিস গিবসনের হাতে দায়িত্ব দিয়ে দক্ষিণ আফ্রিকা দল ছাড়েন ডমিঙ্গো।

আর বাংলাদেশে টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে ডোমিঙ্গোর মিশন। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৫ সেপ্টেম্বরে এই টেস্ট ম্যাচ শুরু হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি। প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি