ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫

দীর্ঘদিনের বান্ধবি উইলিসকে বিয়ে করলেন স্মিথ!   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫২, ১৭ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ক্রিকেট খেলায় বল টেম্পারিং দায়ে কেলেঙ্কারিতে জড়িয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ।

বোলিং কেলেঙ্কারিতে জড়িয়ে স্মিথ সামাজিক মর্যাদার পাশাপাশি কিছুটা পিছিয়ে পড়েছেন অর্থনৈতিকভাবেও।এরপর থেকে একের পর এক স্পন্সররা তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। তিনি একাধিক ফ্র্যাঞ্চাইজি লিগ খেলছেন। তবে তিনি অবসরে আছেন। এই সময়ে শুরু করলেন জীবনের নতুন এক ইনিংস।

শনিবার বিয়ে বন্ধনে আবদ্ধ হন ২৯ বছর বয়সী স্মিথ। তবে এমন খারাপ সময়ও স্মিথের মুখে হাসি ফুটিয়েছে তার জীবনে আসা স্ত্রী। সাদা-কালো পোশাকে বিয়ের সাজে দু’জনেই বেশ নজর কাড়েন। দীর্ঘদিনের বান্ধবি উইলিসের সঙ্গে পরিচয় হয় তার। তাদের পরিচয় থেকে পরিনয়। ২০১৭ সালে জুনে ম্যানহাটনে নাটকীয় ভঙ্গিতে হাঁটু গেড়ে বসে উইলিসকে বিয়ের প্রস্তাব দেন স্মিথ।    

এদিকে, বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে ছবি পোস্ট করে স্মিথ জানিয়েছেন। ছবির ক্যাপশনে লেখেন, ‘আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল। প্রিয় বন্ধুর সঙ্গে গাঁটছড়া বাঁধলাম। উইলিস তোমায় আজ দারুণ সুন্দরী লাগছে।’ 

কাছের কিছু মানুষের উপস্থিতিতে দীর্ঘ সাত বছরের প্রণয়কে পরিণতি দেন স্মিথ-উইলিস। দুই পরিবারের সদস্যদের পাশাপাশি স্মিথ-উইলিসের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া দলের স্মিথের সতীর্থ অ্যারন ফিঞ্চ, উসমান খাজা, ন্যাথান লিও, মিশেল মার্শ, প্যাট কামিন্সসহ বেশ কয়েকজন অজি ক্রিকেটার ও তাদের স্ত্রীরা।

কেআই/এসি   

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি