ঢাকা, রবিবার   ১১ জানুয়ারি ২০২৬

দেপোর্তিভো আলাভেসকে হারিয়েছে বার্সেলোনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০২, ২৮ মে ২০১৭

Ekushey Television Ltd.

কোপা দেল রে ফুটবলের ফাইনালে দেপোর্তিভো আলাভেসকে ৩-১ গোলে হারিয়ে টানা তৃতীয় শিরোপা জিতলো বার্সেলোনা।
শিরোপার লড়াইয়ে ম্যাচের সবগুলো গোলই আসে প্রথমার্ধে। ৩০ মিনিটে লিওনেল মেসির গোলে লিড নেয় কাতালানরা। তবে, এগিয়ে থেকে বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি তারা। এর ৩ মিনিট পরেই গোল করে দলকে সমতায় ফেরান ফ্রেন্স ডিফেন্ডার বার্নার্ড ফ্রাঙ্কোজ। ৪৫ মিনিটে বার্সার হয়ে দ্বিতীয় গোলটি করেন নেইমার। আর প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ম্যাচের শেষ গোলটি আসে বার্সেলোনার ফরোয়ার্ড পাকো আলকাসেরের কাছ থেকে। দ্বিতীয়ার্ধে আর গোল না হওয়ায় ৩-১ ব্যবধানে মাঠ ছাড়ে দু’দল। আর এই শিরোপা জিতেই বার্সেলোনাকে বিদায় জানান লুইস এনরিখ।


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি