ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

দোহারে ঝাটকাসহ আটক ২

দোহার-নবাবগঞ্জ(ঢাকা) প্রতিনিধি 

প্রকাশিত : ২০:১৬, ৭ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

ঢাকার দোহার উপজেলায় অভিযানে ১ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ১২০ কেজি ঝাটকা মাছসহ দুই জেলেকে আটক করেছে কুতুবপুর নৌ পুলিশের। সোমবার বিকেলে দোহারের পদ্মানদী ও নদীর তীরবর্তী স্থানে অভিযান চালিয়ে এসব অবৈধ কারেন্ট জাল ও ঝাটকা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, মাদারীপুরের শিবচরের নারিকেল বাড়িয়া ইউনিয়নের মৃত জালাল শেখের ছেলে মাসুদ (৪০) ও ফরিদপুর জেলার সদরপুরের চেরাগ আলী মুন্সী কান্দীর মৃত কছির মুন্সির ছেলে ইউসুফ মুন্সী (৩৫)।

মৎস্য অফিসারের নির্দেশক্রমে অবৈধ কারেন্ট জালগুলো মৈনটঘাটে এনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং ঝাটকা মাছগুলো স্থানীয় এতিমখানায় ও অসহায়দের মাঝে বিতরণ করা হয়।

কুতুবপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শামছুল আলম বলেন, অতিরিক্ত আইজিপি শফিকুল ইসলাম ও ঢাকা অঞ্চলের পুলিশ সুপার মো. ফরিদুল ইসলাম স্যারের নেতৃত্বে আমাদের অভিযান চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় দোহারে পদ্মানদীর বিভিন্ন জায়গায় অভিযানে কারেন্ট জাল ও ঝাটকাসহ তাদের আটক করা হয়। আমাদের এই অভিযান চলমান থাকবে। মৎস্য আইনে তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি