ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

দৌলতদিয়ায় কর্মস্থলে ফেরা মানষের ভীড় 

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০৯, ১৬ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

দৌলতদিয়ায় ফেরি ও লঞ্চ ঘাট হয়ে শত শত মানুষ ঢাকাসহ বিভিন্ন স্থানে কর্মস্থলমুখী হচ্ছে। ঈদের এক সপ্তাহ কেটে গেলেও যারা ঈদের পর বাড়ি ফিরেছেন মূলত তারাই এসময় বেশি কর্মস্থলমুখী হচ্ছেন।

শনিবার (১৬ জুলাই) দৌলতদিয়া ফেরি ঘাটে ভীড় থাকলেও মানুষ ফেরি ও লঞ্চে গন্তব্যে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করছেন।

গন্তব্যে ফেরবার পথে রাস্তায় তাদের কোন দুর্ভোগ ছিলনা। যারা শনিবার এবং আগামী কাল গার্মেন্টসসহ সরকারী বেসরকারী অফিসে কর্মে যোগদান করবেন মূলত তারাই ফিরছেন ঈদের আনন্দ উপভোগের পর।

তবে বরাবরের মতই বেশি ভাড়ার অভিযোগ রয়েই যাচ্ছে যাত্রীদের।

এদিন সকাল থেকে ফেরি ও লঞ্চে যাত্রী-ব্যাক্তিগত যানবাহনের চাপ দেখা গেছে। তবে গতদিনের চেয়ে যাত্রী ও যানবাহনের চাপ কিছুটা কম রয়েছে। তবে যেসব যাত্রীরা লোকাল বাস, মাহেন্দ্র, ইজিবাইকসহ বিভিন্ন ছোট ছোট যানবাহনে ভেঙ্গে ভেঙ্গে গন্তব্যে পৌছাতে চেষ্টা করছেন তাদের অতিরিক্ত ভাড়া দিয়ে আসতে হচ্ছে বলে জানান তারা।

এ বিষয়ে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানান, ঈদের পর যেসব যাত্রীরা বাড়ি ফিরেছে তারা শনিবার দৌলতদিয়া পাটুরিয়া নদী পথ হয়ে কর্মে ফিরছেন। ঈদের ছুটি শেষে যানবাহন ও যাত্রীদের চাপ রয়েছে তবে গতকালের চাইতে কিছুটা কম। শনিবার দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ১৮টি ফেরি ও ২২ টি লঞ্চ চলাচল করছে।

আরএমএ/এমএম


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি