দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত, দীর্ঘ যানজট
প্রকাশিত : ১৩:০৫, ২৭ মে ২০২২

পানি বৃদ্ধি অব্যাহত থাকায় তীব্র স্রোতের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে ধীর গতিতে চলাচল করতে হচ্ছে ফেরিগুলোকে। নদী পার হতে প্রায় দ্বিগুন সময় লাগায় কমে গেছে ফেরি পারাপারের ট্রিপ সংখ্যা। সঙ্গে কমছে যানবাহন পারাপারও।
শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ঢাকা সহ বিভিন্ন জেলা থেকে আসা যানবাহনের বাড়তি চাপ দেখা গেছে ফেরি ঘাটে। এতে যানবাহনের দীর্ঘ সারি তৈরী হয়েছে দৌলতদিয়া-পাটুরিয়া মহাসড়কে। গত চার-পাঁচদিনের যানজটে আটকে দুর্ভোগ পোহাতে হচ্ছে এ পথে আসা যাত্রীদের।
বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, নদীতে প্রতিদিনই পানি বৃদ্ধি পাচ্ছে। তীব্র স্রোত থাকায় ধীর গতিতে চলছে ফেরি। এ কারণে যানবাহন পারাপারও কমেছে।
এমএম/
আরও পড়ুন