ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

নাটোরে সড়ক দুর্ঘটনা নিহত ৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৯, ২৩ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

নাটোরের গুরুদাসপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। এ সময় যাত্রীবাহী বাসটির সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে।

শুক্রবার দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তবে নিহতের পরিচয় এখনও জানা সম্ভব হয়নি।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার জানান, সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা কাজী পরিবহন নামে নাটোরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটারসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি বাসটির ভেতর ঢুকে গেলে ঘটনাস্থলেই তিন আরোহী নিহত হন। এ সময় গ্যাস চালিত বাসটির সিলিন্ডার বিস্ফোরণ হয়ে বাসটিতে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

একে//এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি