ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশের এমপিরা

প্রকাশিত : ০৯:৩৪, ১২ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

ইন্টার পার্লামেন্টারি ক্রিকেট বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশের সংসদ সদস্যরা। বৃহস্পতিবার বাংলাদেশ নিজেদের দুই ম্যাচেই জয় লাভ করে। নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে বড় রানের ব্যবধানে হারায় তারা।

গত বুধবার চলমান বিশ্বকাপের আয়োজক দেশ ইংল্যান্ডের মাঠে গড়ায় ইন্টার পার্লামেন্টারি বিশ্বকাপ বা আন্তঃসংসদীয় বিশ্বকাপ। এই বিশ্বকাপে ৮টি দল ২টি গ্রুপে বিভক্ত হয়ে খেলছে।

ইন্টার পার্লামেন্টারি ক্রিকেট বিশ্বকাপে দেশের প্রথম টেস্ট অধিনায়ক ও বর্তমান এমপি নাঈমুর রহমান দুর্জয়ের নেতৃত্বাধীন বাংলাদেশ দলে রয়েছেন , জুনায়েদ আহমেদ পলক, আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, শেখ তন্ময়, নাহিম রাজ্জাক ও মোহাম্মদ আয়েন উদ্দিনের মতো জনপ্রিয় ও তরুণ সংসদ সদস্যরা।

বাংলাদেশের গ্রুপে রয়েছে নিউজিল্যান্ড, পাকিস্তান ও অল স্টার একাদশ। এর আগে পাকিস্তান, অল স্টার একাদশকে হারায় বাংলাদেশের এই টিম। এখন সেমিফাইনালে রয়েছে দলটি।

এনএম


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি