ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

পাকিস্তানকে ১০৬ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৮, ৫ মে ২০১৭ | আপডেট: ১২:২০, ৫ মে ২০১৭

Ekushey Television Ltd.

বার্বাডোজ টেস্টে গ্যাব্রিয়েলের দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে ১০৬ রানে হারিয়ে সিরিজে ১-১ ব্যবধানে সমতায় ফিরলো ওয়েস্ট ইন্ডিজ।
পঞ্চম ও শেষ দিনে পাকিস্তানকে ১৮৮ রানের টার্গেট দেয় ক্যারিবীয়রা। জবাবে ব্যাট করতে নেমে নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ৮১ রানেই সব উইকেটে হারায় পাক বাহিনী। দলের পক্ষে সর্বে্চ্চা ২৩ রান করেন সরফরাজ আহমেদ। এছাড়া, মোহাম্মদ আমির ২০, আহমেদ সেজাদ ১৪ ও আজহার আলি আউট হন ১০ রানে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৫টি উইকেট নিয়েছেন শ্যানন গ্যাব্রিয়েল। ১১ ওভারে ১১ রান দিয়ে ক্যারিয়ারের দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট তুলে নেন এই ডানহাতি ফাস্ট বোলার। আর জেসন হোল্ডার ৩ টি ও আলজারারি জোসেপ নিয়েছেন ২ করে উইকেট।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি