ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

পাটগ্রামের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০২, ৪ মার্চ ২০১৮ | আপডেট: ০০:০৭, ৫ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

মুক্তিযুদ্ধকালীন ৬ নং সেক্টর অধীন পাটগ্রাম উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। 

আজ রবিবার লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে আমানতুল্যা মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এ সংবর্ধনা। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, সংসদ সদস্য মো. মোতাহার হোসেন। পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুর কুতুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানের আহবায়ক ছিলেন রূপালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো. আতাউর রহমান প্রধান।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের ক্রেস্ট প্রদান করা হয়। ৭১ এর রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধারা এই ধরনের সম্মান প্রদান করায় আয়োজকদের ধন্যবাদ প্রদান করেন।

এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি