ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

পুত্র সন্তানের নাম জানালেন আশরাফুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৩, ৮ জুন ২০২০

Ekushey Television Ltd.

জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল গত ২৯ মে দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন। রাজধানীর একটি হাসপাতালে আশরাফুল ও আনিকা তাসনিম দম্পতির ঘর আলো করে আসে পুত্র সন্তান। নতুন এই অতিথির নাম জানিয়েছেন দেশের সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান।

আশরাফুল জানান, ছেলের নাম রেখেছেন মোহাম্মদ তাওয়াফ আদভি। তাওয়াফ নামটি রেখেছেন আশরাফুল। আর আদভি রেখেছেন তার স্ত্রী। এর আগে ২০১৬ সালের সেপ্টেম্বরে প্রথমবার বাবা হওয়ার গৌরব অর্জন করেন এই দম্পতি। প্রথম সন্তান আরিবা তাসনিম তুবা নামের বেলায় আবিরা নামটা রেখেছিলেন আশরাফুলের স্ত্রী। আর তুবা রেখেছিলেন আশরাফুলের বাবা।

আশরাফুল জানান, ছেলের নাম রাখার ক্ষেত্রে তাঁর স্ত্রী কন্যার আরিবা নামের সঙ্গে মিলিয়ে রেখেছেন আদভি। আর নিজে চেয়েছিলেন ‘ত’ বর্ণ দিয়ে নাম রাখতে। কারণ বোন ও ভাইয়ের ছেলে-মেয়েদের নামও ‘ত’ দিয়ে। 

এই নামের ব্যাখ্যায় আশরাফুল বলেছেন, হজ্জের সময় মক্কায় যে কাবাঘর তাওয়াফ করা হয়, সেখান থেকেই নামটা এসেছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি