পেনাল্টিতে গোল, বাতিস্তুতাকে ছুলেন মেসি!
প্রকাশিত : ০২:৪৫, ১০ ডিসেম্বর ২০২২ | আপডেট: ০৩:০১, ১০ ডিসেম্বর ২০২২
বক্সের মধ্যে আকুনাকে ফাউল করেন ডেঞ্জিল ডামফ্রিস। পেনাল্টি পায় আর্জেন্টিনা। এবার গোল করতে ভুল করেননি লিওনেল মেসি। গোলরক্ষক নোপার্টের বাঁ দিক দিয়ে বল জালে জড়িয়ে দেন তিনি।
ফলে খেলার ৭৩ মিনিটে ২-০ ব্যবধানে এগিয়ে গেল আর্জেন্টিনা। সেইসঙ্গে আর্জেন্টাইন আরেক তারকা বাতিগোল খ্যাত বাতিস্তুতাকে ছুয়ে ফেললেন লিও।
মোট তিন বিশ্বকাপ খেলা গ্যাব্রিয়েল বাতিস্তুতা এতোদিন ধরে ১০ গোল নিয়ে একাই ছিলেন আর্জেন্টাইনদের মধ্যে সবার উপরে। আজ ডাচদের বিপক্ষে গোল করে তার পাশেই বসে পড়লেন মেসি।
একইসঙ্গে চলতি কাতার বিশ্বকাপে নিজের স্কোরকে নিয়ে গেলেন ৪-এ। ১০০১তম ম্যাচে ৭৯০তম গোল পূরণ করলেন লিওনেল মেসি।
তবে সেই আনন্দের রেশ না কাটতেই দারুণ হেডে গোল করে ব্যবধান কমালেন উইঘোর্স্ট। ফলে ২-১ গোলে এগিয়ে থাকলো মেসিরা।
এনএস/










