ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

প্রথম ওভারেই আউট সাকিব-লিটন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৫, ১৫ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৭:৪৬, ১৫ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

এশিয়া কাপে ব্যাটিংয়ে নেমে প্রথমেই বড় ধাক্কা খেয়েছে টিম বাংলাদেশ। লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গার জোড়া আঘাতে প্যাভিলিয়নে ফেরত গেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব-আল হাসান ও ওপেনার লিটন দাস।

খেলার প্রথম বল থেকেই লাইন এন্ড লেন্থ ঠিক রেখে বোলিং শুরু করেন মালিঙ্গা। প্রথম তিনটি বল ঠেকালেও পরের বলে মেন্ডিসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন লিটন। এরপরই ব্যাটিংয়ে আসেন সাকিব আল হাসান। তবে কিছু বুঝে উঠার অগেই, মালিঙ্গার গোলায় বোল্ড হয়ে ফেরেন সাকিব। এতে মালিঙ্গা এক ওভারে এক রান ব্যয়ে দুই উইকেট তুলে নেন।

এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নামার সিদ্ধান্ত নেয় টিম বাংলাদেশ। বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের মধ্য দিয়ে মাঠে গড়ায় এশিয়া কাপের ১৪তম আসর।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি