ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রবীণ সাংবাদিক এম ওয়াহিদুল্লাহ আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪২, ৫ ডিসেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য এম ওয়াহিদুল্লাহ আর নেই।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে জানাজা শেষে তাকে গার্ড অব অনার দেওয়া হয় এবং তার মরদেহ ঢাকার বনানী কবরস্থানে দাফন করা হয়। 

এর আগে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে তাঁর কফিনে শেষ শ্রদ্ধা জানান সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতারা।

তিনি গত বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটের দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। 

তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল ডিআরইউ নির্বাহী কমিটির পক্ষ থেকে শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

তাঁর জানাজায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত; চট্টগ্রাম সমিতি, ঢাকার নেতা; সিজেএফডি ও ডিআরইউ নেতারা উপস্থিত ছিলেন।

এম ওয়াহিদুল্লাহ জাতীয় প্রেসক্লাব এবং ডিআরইউর স্থায়ী সদস্য ছিলেন। এছাড়া চট্টগ্রাম জার্নালিস্ট ফোরাম-ঢাকার সভাপতি ছিলেন তিনি। দীর্ঘদিন দাযিত্ব পালন করেছের চটটগ্রামের দৈনিক আজাদীর ঢাকা ব্যুরোপ্রধান হিসেবে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি