ঢাকা, মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫

বই পড়ে পুরস্কার পেলো ১৪৪৬ জন শিক্ষার্থী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২৯, ১৬ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ২৩:৩৭, ১৬ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

বই পড়ে পুরস্কার পেলো রাজশাহীর ১ হাজার ৪৪৬ জন শিক্ষার্থী। শুক্রবার সকালে বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগে শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজ চত্ত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বই পড়া কর্মসূচীতে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার হিসেবে বই তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক।

পুরস্কার জয়ীদের অভিনন্দন জানিয়ে কথাসাহিত্যিক হাসান আজিজুল হক বলেন, ভাষার উপর ভিত্তি করেই আমাদের দেশ ও জাতির জন্ম হয়েছে। আমাদের সংস্কৃতি আমাদের মনে গভীরভাবে মিশে রয়েছে। একে উন্নত করার জন্য আমাদের অবশ্যই পাঠ্য বইয়ের বাইরে প্রচুর বই পড়তে হবে। এই বই যত বেশি পড়বে তত বেশি জানবে।

বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কার্যক্রম প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে নিজেকে বিকশিত করার এক মহা সুযোগ বলে উল্লেখ করেন হাসান আজিজুল হক। একই সঙ্গে বইপড়া কার্যক্রম পরিচালনার জন্য বিশ্বসাহিত্য কেন্দ্রকে ধন্যবাদ জানান তিনি।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ, উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট, রাজশাহী অঞ্চলের পরিচালক প্রফেসর ড. রীনা রানী দাস, বিশ্বসাহিত্য কেন্দ্রের নাটোর শাখার সংগঠক অধ্যাপক অলক মৈত্র, দু’বার এভারেস্ট বিজয়ী একমাত্র বাংলাদেশি এম.এ মুহিত, বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট বিজয়ী নিশাত মজুমদার, রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ তাইফুর রহমান, গ্রামীণফোনের রাজশাহী সার্কেল এর হেড অব মার্কেটিং মোহাম্মদ সোহেল মাহমুদ এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের উপদেষ্টা অঞ্জন কুমার দে প্রমুখ।

আয়োজকরা গণমাধ্যমকে বলেন, বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে রাজশাহী নগরীর পুরস্কার বিতরণী উৎসবে ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১ হাজার ৪৪৬ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার দেয়া হয়। পুরস্কারের বইসহ উৎসব আয়োজনে সার্বিক সহযোগিতা করেছে গ্রামীণফোন লিমিটেড। 

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি