ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

বাংলাদেশ-ভারত ম্যাচে আলোচনার ৪টি দিক

প্রকাশিত : ১১:৪৮, ২ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

বিশ্বকাপে আজ মঙ্গলবার ভারতের মুখোমুখি টাইগাররা। এই ম্যাচ মাশরাফিদের জন্য অনেকটা ‘ডু অর ডাই’। ইংল্যান্ডের বার্মিংহামে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি।

মাঠের আয়তন

একদিকে দৈর্ঘ্য মাত্র ৫৯ মিটার। পিচ একদম ফ্ল্যাট ও ধীরগতির। মূলত স্পিন বোলারদের ক্ষেত্রে সমস্যাটা বেশি প্রকট। তাই বাংলাদেশের বোলারদের এটা খেয়াল রাখার প্রয়োজন হবে।

সাকিব আল হাসানের সঙ্গে বল হাতে নেবেন মেহেদী হাসান মিরাজ ও মোসাদ্দেক হোসেন সৈকত।

মিডল অর্ডার

রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি... এই তিনজনের পর ভারতের কার্যত ভরসা রাখার মতো ব্যাটসম্যান এম এস ধোনি। যিনি ক্যারিয়ারের এই পর্যায়ে এসে রান আর বলের ব্যবধানে লাগাম রাখতে পারছেন না।

তাই টাইগারদের বোলিং ইউনিট এই দিকটায় নজর দিলে সহজেই ভারতের ব্যাটিংকে পরাস্ত করতে পারবে।

বোলিং

মাশরাফিদের মনে রাখতে হবে, ভারতের বোলিং এখন সবচেয়ে বড় শক্তি। এমনকি ভুবনেশ্বর কুমার না থাকলেও ভারতের দুই পেসার জসপ্রীত বুমরাহ ও মোহাম্মদ শামি তার অভাব অনুভূত হতে দিচ্ছেন না।

তার সঙ্গে যোগ হয়েছে ভারতের দুজন রিস্ট স্পিনার, কুলদীপ ইয়াদাভ ও যজুভেন্দ্র চাহাল। জসপ্রীত বুমরাহ শুরু ও শেষে যেভাবে বল করেন তাতে যে কোনও দলের ব্যাটসম্যানদের জন্য রান তোলা কষ্টসাধ্য হয়ে ওঠে।

এজবাস্টনের উইকেট

২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি-ফাইনাল, ভারত ও বাংলাদেশ এখানে খেলেছিল। ২৬৪ রান তুলে সেই বার বাংলাদেশ। ৯ উইকেটে হারে ৫৯ বল বাকি থাকতে।

এবারের বিশ্বকাপে এখনও পর্যন্ত এই মাঠে যে দুটি ম্যাচ হয়েছে, তাতে চার ইনিংসের একটিও স্পর্শ করতে পারেনি আড়াইশ রান।

তাই বাংলাদেশের খেলা কোন উইকেটে হবে সেটার ওপর নির্ভর করবে কেমন হতে পারে দুই দলের খেলার ধরণ।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি