ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

বাংলা টিভির ইউরোপে দুই দশক ও বাংলাদেশে দ্বিতীয় বর্ষে পদার্পণ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৭, ২২ জুন ২০১৮

Ekushey Television Ltd.

স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বাংলা টিভি ইউরোপে দুই দশক ও বাংলাদেশে দ্বিতীয় বর্ষে পদার্পণে "সুধী সমাবেশ ও ঈদ পুনর্মিলনী উৎসব" করেছে বাংলা টিভি দর্শক ফোরাম কাতার। 

কাতারের স্থানীয় সময় বুধবার সন্ধ্যা রাজধানী দোহার নাজমা রমনা রেস্টুরেন্টে বাংলাদেশ কমিউনিটির বিশিষ্টজনদের অংশগ্রহণে প্রাণবন্ত এক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক মিডিয়া ব্যক্তিত্ব ও বাংলা টিভির ভাইস চেয়ারম্যান সৈয়দ গোলাম দস্তগীর নিশাদ।  সভাপতিত্ব করেন প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ ইয়াসিন।

কবি মফিজুর রহমানের সঞ্চালনায় এ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলা টিভি কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু।

বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী আবু রায়হান, জামাল উদ্দিন আহমেদ তফাদার, বোরহান উদ্দিন মোল্লা, মোহাম্মদ কপিল উদ্দিন, মোল্লা রাজিব রাজ, শেখ ফারুক আহম্মেদ ও জিএম ওমর শরিফ টিটু।

শুভেচ্ছা বক্তব্য রাখেন লেখক ও সাংবাদিক সাহাবুদ্দিন সামিম, মোহাম্মদ দিদারুল আলম, নাসির উদ্দিন চৌধুরী, কাজী আশরাফ হোসেন, আল আমিন, সাংবাদিক এম এ সালাম ও হারুনুর রশিদ মৃধা।

বাংলা টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন অনুষ্ঠানে আগত অতিথিরা। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন কাতারে জনপ্রিয় ব্যান্ডদল শ্রাবণ ও অতিথি শিল্পী রিভি চৌধুরী, এসময় নৈশভোজের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। 

কেআই/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি