ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

বাঙালি তরুণীর ইংলিশ চ্যানেল জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫০, ২৮ জুলাই ২০১৭ | আপডেট: ১৬:১৪, ২৯ জুলাই ২০১৭

প্রতিকী ছবি

প্রতিকী ছবি

Ekushey Television Ltd.

ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন এক বাঙালি তরুণী। নাম তার সায়নি দাস। পড়েন পশ্চিমবঙ্গের হুগলি জেলার শ্রীরামপুর কলেজের ইতিহাস প্রথম বর্ষে। তিনি ইংলিশ চ্যানেল পাড়ি দিতে সময় নিয়েছেন মাত্র ১৪ ঘণ্টা ৮ মিনিট। খবর আনন্দবাজার পত্রিকার।

ইংলিশ চ্যানেল জয়ে মঙ্গলবার দুপুর ১টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টা) সাঁতার শুরু করে ২০ বছর বয়সী সায়নি। দীর্ঘপথ সাঁতার কেটে যখন ফ্রান্স উপকূলে পৌঁছায় তখন ঘড়ির কাঁটায় বাংলাদেশ সময় বুধবার সকাল ১০টা ৩৮ মিনিট।

পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার প্রথম কন্যা হিসেবে ইংলিশ চ্যানেল জয় করলেন সায়নি। ইংল্যান্ড থেকে ফোনে তিনি বলেন, ‘ঠাণ্ডার তীব্রতায় তীরে পৌঁছানোর পরে জ্ঞান হারিয়ে ফেলেছিলাম।

পাইলট ম্যাসাজ করে জ্ঞান ফেরান। তখন অবশ্য সব কষ্টই ফিকে।’ সায়নির ইংলিশ চ্যানেল পাড়ি দেয়ার সময় পাশের পাইলট বোটে ছিলেন তার বাবা রাধেশ্যাম বাবু।

//এআর

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি