ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

বাসের চাপায় প্রাণ গেল বিশ্রামরত রিকশাচালকের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৪, ১৬ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১৩:৪২, ১৬ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

চট্টগ্রামে বাসের চাপায় মো. তসলিম মিয়া (৪৬) নামে এক রিকশা চালকের মৃত্যু হয়েছে। চান্দগাঁও থানার কসাইপাড়া রাস্তার মুখ এলাকায় সড়কের পাশে রিকশা দাঁড় করিয়ে বিশ্রাম নেওয়ার সময় বেপরোয়া বাসের চাপায় নিহত হন তিনি। শুক্রবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত তসলিম মিয়া দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার বিশ্বনাথপুর গ্রামের আবদুল আজিজের ছেলে। তিনি চান্দগাঁও এলাকার একটি মেসে থাকতেন বলে জানা গেছে।

চমেক পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, রিকশা চালিয়ে ক্লান্ত হয়ে চান্দগাঁও থানার পেছনে কসাই পাড়া রাস্তার মুখে রিকশাটি রেখে এর ওপর বসে বিশ্রাম নিচ্ছিলেন তসলিম। এ সময় এস আলম পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। স্থানীয়রা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলেও তসলিমকে বাঁচানো যায়নি।

চান্দগাঁও থানার এএসআই নিতাই জানান, তসলিমকে চাপা দেওয়া এস আলম পরিবহনের বাসটি স্থানীয়দের সহায়তায় আটক করেছে পুলিশ। তবে এর চালক পালিয়ে গেছে।

একে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি