ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাস চাপায় একাত্তর টিভির কর্মকর্তা নিহত 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৪, ২৯ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

রাজধানীতে ভিআইপি পরিবহন নামে একটি বাসের চাকায় পিষ্ট হয়ে একাত্তর টেলিভিশনের মার্কেটিং অ্যান্ড সেলস বিভাগের নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত হয়েছেন। শনিবার (২৯ সেপ্টেম্বর) সকালে মহাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।    

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার মোহাম্মদ শামীম গণমাধ্যমকে জানান, আজ (শনিবার) সকালে বাসটি (ঢাকা মেট্রো ব ১১-৭১৩৬) প্রথমে একটি সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। ফলে সেটা নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেল আরোহী আনোয়ারের উপর উঠিয়ে দেয়। এতে আনোয়ারসহ সিএনজি চালিত অটোরিকশায় থাকা আরও একজন আহত হন। এরপর পথচারীরা আহত দু’জনকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ারের মৃত্যু হয়। প্রাথমিকভাবে হাসপাতালে চিকিৎসাধীন আহত অপর ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

এ ঘটনায় ঘাতক বাস ও বাসের চালক সুজনকে আটক করা হয়েছে বলেও জানান ওসি । 

কেআই/এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি