ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ৪

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১২, ৩ মার্চ ২০১৮ | আপডেট: ১১:১৮, ৩ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

বান্দরবানের লামায় বাস ও মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫ জন। শনিবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আজিজনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

চকরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী গণমাধ্যমকে বলেন, আজ সকাল ৮টার দিকে আজিজনগর এলাকায় কক্সবাজারমুখী শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা দু’টি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন এবং ছয় জন আহত হন। হতাহতরা মাইক্রোবাসের যাত্রী ছিলেন,তাদের পরিচয় এখনও জানা যায়নি। আহত ৬ জনকে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

ওসি জানান, নিহতদের লাশ হারবাং হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

আর / এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি