Ekushey Television Ltd.

বিশ্বকাপে ফাইনাল খেলবে কারা?

প্রকাশিত : ০৮:৫৫ ১৪ জুন ২০১৯ | আপডেট: ১১:০৮ ১৪ জুন ২০১৯

এবারের বিশ্বকাপে একের পর এক বৃষ্টির হানা। তবুও সমর্থকদের মধ্যে বিশ্বকাপ নিয়ে উত্তেজনার খামতি নেই। আর সেই উত্তেজনায় এবার হাত সেঁকে নিলেন গুগল-এর সিইও সুন্দর পিচাই। এবারের বিশ্বকাপের ফাইনালিস্ট হিসেবে ভারতকে হট ফেভারিট ধরছেন তিনি। তবে ভারতের সঙ্গে কোন দল ফাইনাল খেলবে, তা নিয়ে তিনি কিছুটা দ্বন্দ্বে।

পিচাই মনে করছেন, ভারতের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালে খেলার সম্ভাবনা রয়েছে ইংল্যান্ডের। বলেন, ভারতীয় দল বিশ্বকাপে ভাল কিছু করবে বলেই আশা করছি।

গুগল-এর সিইও বলেছেন, ফাইনালে ভারত-ইংল্যান্ড মুখোমুখি হওয়া উচিত। তবে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডও কঠিন প্রতিপক্ষ।

সম্প্রতি গ্লোবাল লিডারশিপ অ্যাওয়ার্ডের পুরস্কার পেয়েছেন সুন্দর পিচাই। আর সেই অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এক পর্যায়ে ক্রিকেট নিয়ে কথা বলা শুরু করেন তিনি। সেখান উপস্থিত সব দর্শকদের ক্রিকেট নিয়ে নিজের অভিজ্ঞতার কথাও জানিয়েছেন তিনি।

© ২০১৯ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি