ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

বিশ্বকাপে রান আটকাতে হবে: মিরাজ

প্রকাশিত : ১২:৩৮, ২৪ মে ২০১৯

Ekushey Television Ltd.

আর মাত্র ৬ দিন পরেই লন্ডনের কেনিংটন ওভালে পর্দা উঠতে যাচ্ছে ক্রিকেট বিশ্বকাপের ১২তম আসরের। সম্প্রতি আয়াল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ দল। ফলে আত্মবিশ্বাসে টইটম্বুর টাইগাররা।

বাংলাদেশের ১৬ কোটি মানুষের স্বপ্নের ধারক এখন ১৫ জন তারকা ক্রিকেটার। বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখেন টাইগার ক্রিকেটার মেহেদী হাসান মিরাজও। বলেন, স্বপ্ন সব সময় বড়ই দেখতে হয়।

মিরাজ বলেন, ২০১৪ সালে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলার সময়ই বড়দের বিশ্বকাপে যাওয়ার স্বপ্ন দেখতে শুরু করি।

এরপর ২০১৬ সালে যুব বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন মিরাজ। আর এবার বড়দের বিশ্বকাপেও রয়েছেন তিনি। এই দুই আসরের মধ্যে পার্থক্যের কথায় মিরাজ বলেন, যুব বিশ্বকাপ ভবিষ্যৎ তারকাদের মঞ্চ। আর তারকা হিসেবে নিজেকে তুলে ধরার মঞ্চ হলো এই বিশ্বকাপ।

মিরাজ বলেন, আমরা যেহেতু বিশ্বকাপ খেলতে যাচ্ছি, আধিপত্য বিস্তার করেই খেলার চেষ্টা করব। আশা করি ভালো ফলই হবে। বিশ্বকাপটা জিতলে অন্য রকম অনুভূতি হবে।

এই ক্রিকেট তারকা বলেন, বিশ্বকাপে আমার চ্যালেঞ্জ থাকবে। কারণ ইংল্যান্ডের উইকেট অনেক ভালো হবে। অন্য বোলারদের সহযোগিতা করাই সেখানে আমার মূল ভূমিকা। রান আটকাতে হবে। ওভারপ্রতি রান যদি পাঁচের ভেতরে রাখতে পারি, তাহলে খুব ভালো হয়।

তিনি বলেন, স্পিনার হিসেবে আমার কাছে টার্নের চেয়ে ভালো জায়গায় বল করাটা বেশি গুরুত্বপূর্ণ। ভালো জায়গার সঙ্গে একটু টার্ন করাতে পারলে তো আরও ভালো। লাইন-লেংথ ইংল্যান্ডের উইকেটে বেশি জরুরি। আমাদের স্পিনারদের শক্তির দিক এটিই। যা প্লাস পয়েন্টও।

প্রসঙ্গত, বিশ্বকাপে কখনও চ্যাম্পিয়ন হয়নি বাংলাদেশ। তবে ২০১৫ সালে টাইগাররা কোয়ার্টার ফাইনালে উঠেছিল। সেই সঙ্গে বিভিন্ন সময়ে বেশ কয়েকটি ম্যাচে তারা অঘটনও ঘটিয়েছে। তবে এবার বিশ্বকাপে বিরাট ভালো কিছু করা কঠিন হবে টাইগারদরে জন্য। কারণ এবার বাংলাদেশকে প্রথম তিনটি ম্যাচ খেলতে হবে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও এই মুহুর্তে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকা ইংল্যান্ডের বিরুদ্ধে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি