ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত করলো আফগানিস্তান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৬, ২৯ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

ভারতের মাটিতে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করলো আফগানিস্তান।

শ্রীলংকার বিপক্ষে আফগানিস্তানের সিরিজের দ্বিতীয় ওয়ানডে বৃষ্টিতে ভেস্তে যায়। ম্যাচ থেকে অর্ধেক পয়েন্ট পেয়ে সপ্তম দল হিসেবে পরের ওয়ানডে বিশ্বকাপ নিশ্চিত করে আফগানরা। 

১৪ ম্যাচে ১১৫ পয়েন্ট তাদের।

আফগানিস্তানের আগে স্বাগতিক ভারত ছাড়া বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, বাংলাদেশ ও পাকিস্তান।

সুপার লিগ থেকে স্বাগতিক ভারতসহ মোট ৮টি দল সরাসরি ওয়ানডে বিশ্বকাপে খেলবে। অষ্টম দল হিসেবে বিশ্বকাপে খেলার দৌড়ে আছে ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, শ্রীলংকা ও দক্ষিণ আফ্রিকা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি