ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

বিশ্বজয়ী দল দেশে ফিরবে বুধবার সকালে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৭, ১০ ফেব্রুয়ারি ২০২০

বিশ্বকাপ জয়ী অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ জয়ী অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

Ekushey Television Ltd.

যুবারা সৃষ্টি করলো ইতিহাস। বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবার বিশ্বকাপ জয় করলো কোন দল। রোববার বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল ৩ উইকেটে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী টাইগার যুবারা দেশে ফিরবে বুধবার সকালে।

বিসিবি সূত্রে জানা যায়, আগামী ১২ ফেব্রুয়ারি (বুধবার) সকাল ৮টা ১০ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল (র) বিমানবন্দরে অবতরণ করবে বিশ্ব চ্যাম্পিয়নরা। বিশ্বকাপ শিরোপাটি সঙ্গে করে আগামীকাল (মঙ্গলবার) রাতে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে আকবর আলীরা। প্রায় ১২ ঘণ্টার যাত্রা শেষে বুধবার সকালে দেশের মাটিতে পা রাখবেন ইতিহাস সৃষ্টিকারীরা।

১৮ জানুয়ারি জিম্বাবুয়ের অনুর্ধ্ব-১৯ দলের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু করে বাংলাদেশ টিম। তবে এর আগে ৪ জানুয়ারি দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রমের স্পোর্টস ভিলেজে পৌঁছায় বাংলাদেশ দল। ১৫ জন খেলোয়াড়সহ টিম ডেভেলাপমেন্ট ম্যানেজার কাওছার খান, কোচ নাভিদ নাওয়াজ ও অধিনায়ক আকবর আলীসহ মোট ৮ জন কর্মকর্তা রয়েছেন অনুর্ধ্ব দলের সঙ্গে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি