ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

ভারতের বিপক্ষে টাইগারদের সম্ভাব্য একাদশ

প্রকাশিত : ১২:৩০, ২ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

বিশ্বকাপের এবারের আসরে সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে আজ মঙ্গলবার ভারতের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ দল। বার্মিংহামের এজবাস্টনে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি।

এ ম্যাচে জিতলে সেমির স্বপ্ন টিকে থাকবে টাইগারদের। আর হারলেই বিদায়। তবে জিতলেও অন্যদের দিকে তাকিয়ে থাকতে হবে মাশরাফিদের।

কারণ ভারত ইংল্যান্ডের কাছে হেরে যাওয়ায় ব্যাকফুটে বাংলাদেশ। লিগের শেষ দুটি ম্যাচ জিতলেও বাংলাদেশকে তাকিয়ে থাকতে হবে ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড ম্যাচের দিকে। এমন অবস্থায় একটি ম্যাচ হেরে গেলেই বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হবে টাইগারদের। তাই ভারতের বিরুদ্ধে এই গুরুত্বপূর্ণ ম্যাচে সম্ভাব্য শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামবে মাশরাফিরা।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সইফউদ্দিন, মেহেদি হাসান, মুস্তাফিজুর রহমান।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি