ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান হলেন মোরশেদ আলম

প্রকাশিত : ১৪:৩১, ৫ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

সংসদ সদস্য মোরশেদ আলম মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার পরিচালনা পর্ষদের সভায় তাকে ব্যাংকটির চেয়ারম্যান করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মোরশেদ আলম মার্কেন্টাইল ব্যাংকের একজন উদ্যোক্তা পরিচালক। তিনি বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।

তিনি দশম এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য।

এছাড়াও তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির চেয়ারম্যান এবং পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছেন।

মোরশেদ আলম ব্যাংক, বীমা, আর্থিক সেবা, গণমাধ্যমের পাশাপাশি আবাসন ও নির্মাণ শিল্প, হোটেল অ্যান্ড রিসোর্টস, রপ্তানিমুখি শিল্পসহ বহুবিধ ব্যবসা ও শিল্পের সাথে সম্পৃক্ত।

তিনি ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ছিলেন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি