ঢাকা, শনিবার   ১৯ জুলাই ২০২৫

মাশরাফির প্রশংসায় আমিনুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৯, ১৮ নভেম্বর ২০১৮

মাশরাফি ও আমিনুল। ফাইল ছবি

মাশরাফি ও আমিনুল। ফাইল ছবি

Ekushey Television Ltd.

আওয়ামী লীগ থেকে নির্বাচন করছেন জাতীয় ক্রিকেট দলের প্রাণভ্রমরা মাশরাফি বিন মর্তুজা। আর বিএনপি থেকে নির্বাচন করতে মনোনয় ফরম সংগ্রহ করেছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম।

খেলা ও রাজনীতিতে দু’জন ভিন্ন মেরুতে। তবে তাদের মিল দুটিতে। সেই দুটি হচ্ছে, তারা দু’জনেই জাতীয় দলকে আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘ দিন নেতৃত্ব দিয়েছেন। খেলা থেকে তারা সরাসরি রাজনীতিতে যুক্ত হয়েছেন।

রাজনীতির মাঠে দু’জনের পথ ভিন্ন হলেও মাশরাফিকে মনোনয়ন ফরম সংগ্রহ করায় শুভকামনা জানিয়েছেন বিএনপির আমিনুল।

খেলার মাঠে আমিনুলের খেলোয়াড়সুলভ আচরণ ছিল চমৎকার। নির্বাচনী ময়দানেও সেটি বজায় রেখেছেন তিনি।

নির্বাচনী ময়দানে নামলেও মাশরাফিকে শুভকামনা জানালেন গত ২০ বছরে বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় তারকা।

বলেন, ‘মাশরাফির জন্য শুভকামনা। বর্তমান খেলোয়াড় হিসেবে সে নির্বাচনে আসায় কিছুটা সমালোচনা হয়েছে। আমার মতো খেলা ছেড়ে রাজনীতিতে এলে হয়তো এই সমালোচনাটা হতো না। তবে আমি মনে করি, মাশরাফি ও আমার মতো তরুণেরা সংসদে গেলে গুণগত পরিবর্তন আসবে। তার জন্য সব সময় শুভকামনা থাকবে।’

আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে দেশকে নেতৃত্ব দেয়ার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে দু’জনেরই। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক খেলা ছেড়ে অবসরে গেলেও মাশরাফি বিন মর্তুজা কিন্তু খেলে যাচ্ছেন এখনো।

বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তিনি। ২০১৯ বিশ্বকাপে তাঁর নেতৃত্বেই মাঠে নামার কথা বাংলাদেশ ক্রিকেট দলের।

বাংলাদেশের ফুটবল ইতিহাসে অন্যতম সেরা গোলরক্ষক বলা হয় আমিনুলকে। তাঁর বীরত্বেই ২০০৩ সালে সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এরপর দীর্ঘদিন সুনামের সঙ্গে জাতীয় দলে খেলেছেন, অধিনায়কত্বও করেছেন।

আমিনুল মনোনয়ন ফরম সংগ্রহ করার দিনও মাশরাফির প্রশংসা করেছেন। বলেছেন, মাশরাফিরা সংসদে গেলে পার্লােমেন্টের চেহারা বদলে যাবে।

মনোনয়ন পাওয়ার বিষয়ে শতভাগ আশাবাদী আমিনুল। তিনি ঢাকা-১৪ ও ১৬ আসন থেকে মনোনয়ন ফরম কিনেছেন।

জানান, দলীয় হাইকমান্ডের নির্দেশেই ঢাকা-১৪ ও ১৬ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তার আশা যেকোনো একটি আসনে তাকে মনোনয়ন দেয়া হবে।

আমিনুল বিএনপির যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক।

আর মাশরাফি বিন মর্তুজা নড়াইল-২ আসনে নির্বাচন করার জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

রাজনীতিতে মাশরাফি হাতেখড়ি সবেমাত্র হলেও বহুদিন ধরে সমাজসেবামূলক কাজ করে নড়াইলবাসীর নজর কেড়েছেন। তার মনোনয়ন পাওয়া যে অনেকটা নিশ্চিত সেটি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আজ এক সংবাদ সম্মেলনে সেই ইঙ্গিতই দিলেন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি