ম্যাচ বাই ম্যাচ ভাল করতে হবে : সৌম্য সরকার
প্রকাশিত : ১৫:২৯, ২৪ মে ২০১৯

দরজায় কড়া নাড়ছে ক্রিকেটের সর্বোচ্চ আসর বিশ্বকাপ। সময়ের সঙ্গে উত্তাপ বাড়ছে ক্রিকেটাঙ্গনে। ফেভারিট দলগুলো নিজেদের মেলে ধরতে দিনগুনছে।
অন্যান্য দলের ন্যায় সদ্য শেষ হওয়া ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন বাংলাদেশও মুখিয়ে আছে নিজেদের মেলে ধরতে। দলের পাশাপাশি ব্যক্তিগতভাবে নিজেদের মেলে ধরতে প্রস্তুতি নিচ্ছে প্রতিটি দলের খেলোয়াররা।
ত্রিদেশীয় সিরিজ চ্যাম্পিয়নের নায়ক সৌম্য সরকার। বাহতি এই ব্যাটসমান যেকোন মূহুর্তেই ঘুরে দাড়াতে পারেন, দায়িত্ব নিতে পারেন ম্যাচের। আসন্ন বিশ্বকাপে বাংলাদেশকে অন্যান্য উচ্চতায় দেখছেন সৌম্য সরকার।
বললেন, ক্রিকেটে প্রতিটা ম্যাচই অনেক বড় চ্যালেঞ্জের। এখানে একটি বল পুরো ম্যাচের চিত্র পাল্টে দিতে পারে। তাই, ভাল করতে হলে মানসিক চাপ কমাতে হবে।
প্রতিপক্ষ চিন্তা না করে স্বাভাবিক খেলা খেলতে পারলে, ম্যাচ বাই ম্যাচ জেতার মানসিকতা থাকলে অনেক ভাল কিছু আমরা করতে পারবো।
নিজের সার্থ্যের ব্যাপারে সৌম্য বলেন, আমরা এখন ভালো ক্রিকেট খেলছি। এর ফলেই বড় বড় টুর্নামেন্টে ম্যাচ জিতি ও কোয়ালিফাই করি। আগে গেম ধরে ছেড়ে দিতাম। চাপ নিতে পারতাম না। এখন আমরা ওয়ানডে ক্রিকেটে ভালো খেলি। যে কোনো পরিস্থিতিতে ম্যাচ বের করার ক্ষমতা রয়েছে আমাদের।
ব্যক্তিগত ও দলগত উন্নতি হয়েছে, যে কারণে বড় বড় টুর্নামেন্টে গিয়েও ফাইনাল সেমিফাইনাল খেলছি। যেদিন পুরোপুরি গেম ধরতে পারব সেদিন থেকে আমরা ধারাবাহিক চ্যাম্পিয়ন হব।
এবার বিশ্বকাপের ফরম্যাটটাই চ্যালেঞ্জিং উল্লেখ করে সৌম্য বলেন, সবার সঙ্গে খেলতে হবে, তাই চ্যালেঞ্জটা একটু বেশি। এখানে মানসিকভাবে খুব স্ট্রং থাকতে হয়।
ত্রিদেশীয় সিরিজ জয়ে আমাদের খেলোয়ারদের মানসিক অবস্থা এখন অনেক ভাল। শুরুর দিকের ম্যাচগুলো যদি আমরা ভাল করতে পারি, তাহলে মানসিকভাবে এগিয়ে থাকব। আমাদের মধ্যে তখন পজেটিভ জিনিসগুলো বেড়ে যাবে। জেতার ধারা বাড়বে। আক্রমণাত্মক মেজাজ থাকবে। মনে করতে হবে, এটাই আমাদের শেষ ম্যাচ। এটা হারলেই বিশ্বকাপ শেষ। তাহলে ভালো খেলা সম্ভব হবে বলে মনেকরেন তিনি।
বাহাতি এ ওপেনার বলেন, শুধু ব্যাটিংয়ে নয়, বোলিংয়েও আমরা দারুন শক্তিশালী। যেকোন মূহুর্তে আমাদের বোলাররা ম্যাচের চিত্র পাল্টে দিতে পারে।
ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে তথা তিন ফরমেটে যদি আমরা আমাদের সর্বোচ্চটা দিতে পারি, তাহলে যেকোন ফেভারিট দলকে হারানো সম্ভব। তাই এবারের বিশ্বকাপ জয়ে বেশ আশাবাদি এই ক্রিকেটার।
আই/এসএ/