যৌন হয়রানি: কাভানার বিরুদ্ধে তদন্তের নির্দেশ ট্রাম্পের
প্রকাশিত : ১৫:৩০, ২৯ সেপ্টেম্বর ২০১৮

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত সুপ্রিম কোর্টের বিচারপতি ব্রেট কাভানার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগের বিষয়টি এফবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন ট্রাম্প।
গতকাল শুক্রবার সিনেটের এক কমিটিতে ব্রেট কাভানাকে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের জন্য ভোট দেন। কিন্ত একজন রিপাবলিকান সদস্য তার ব্যাপারে আরো তদন্তের কথা বলেন।
এর ফলে ট্রাম্প এফবিআইকে কাভানার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেন। তবে এই তদন্তের ফলাফল এক সপ্তাহের মধ্যে জমা দিতে বলেছেন তিনি।
এর আগে ক্যালিফোর্নিয়ার একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্রিস্টিনা ব্লেসি ফোর্ডের অভিযোগের কারণে কাভানার নিয়োগ জটিলতায় পড়ে যায়। ক্রিস্টিনা অভিযোগ করেছেন, ১৯৮২ সালে হাইস্কুলে পড়ার সময় এক পার্টিতে কাভানা মাতাল অবস্থায় তাকে যৌন হয়রানি করেন।
এ বিতর্কের মধ্যে গত সপ্তাহে আরেক নারী কাভানার বিরুদ্ধে অভিযোগ করে বিতর্ক আরও উসকে দেন। ডেবোরাহ রামিরেজ নামের ওই নারী অভিযোগ করেন, ইয়েল ইউনিভার্সিটিতে পড়ার সময় ডরমিটরি পার্টিতে কাভানা সম্মতি ছাড়াই তার শরীর স্পর্শ ও যৌন হয়রানি করেন। একের পর এক আরও অভিযোগ এসেছে তার বিরুদ্ধে।
এদিকে আপিল কোর্টের বিচারপতি কাভানা তার বিরুদ্ধে ক্রিস্টিনা ব্লেসি ফোর্ডসহ কমপক্ষে তিনজন নারীর করা অভিযোগ অস্বীকার করেছেন।
এফবিআইকে তার সম্পর্কে তদন্ত করার বিষয়ে ট্রাম্প যে নির্দেশ দিয়েছেন সে সম্পর্কে কাভানা বলেন, ‘তারা যা করার জন্য অনুরোধ করবেন, আমি তা–ই করব। আমার সহায়তা অব্যাহত থাকবে।’
সূত্র: বিবিসি বাংল
এমএইচ/
আরও পড়ুন