ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

শিল্পপতি আজিজ আল কায়সার এমএ হাসেম কলেজের সভাপতি 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৫, ১২ নভেম্বর ২০২০

Ekushey Television Ltd.

বিশিষ্ট শিল্পপতি পারটেক্স স্টার গ্রুপের ভাইস চেয়ারম্যান আজিজ আল কায়সার সম্প্র্রতি নোয়াখালীর এমএ হাসেম কলেজের গভর্নিং বডির সভাপতি মনোনীত হয়েছেন।

সম্প্রতি ঢাকার একটি হোটেলে তার সভাপতিত্বে কলেজের গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় কলেজের শিক্ষার মান উন্নয়নসহ সার্বিক বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেয়া হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা সাবেক সংসদ সদস্য, নর্থসাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) প্রতিষ্ঠাতা ট্রাস্টি এবং পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এমএ হাসেম, পারটেক্স স্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আজিজ আল মাহমুদসহ গভর্নিং বডির সদস্যরা।

উল্লেখ্য, আজিজ আল কায়সার সফল ব্যবসায়ী হিসেবে ম্যানুফ্যাকচারিং, সার্ভিস, ট্রেডিংসহ বহুমাত্রিক প্রতিষ্ঠানে নেতৃত্ব দিয়ে আসছেন। তিনি স্টার পার্টিক্যাল বোর্ড মিলস লিমিটেড, পারটেক্স লিমিটেড, পারটেক্স ফার্নিচার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, পারটেক্স রিয়েল এস্টেট লিমিটেড, পারটেক্স বিল্ডার্স লিমিটেড, পারটেক্স হাউজিং লিমিটেড, করভি মেরিটাইম কোং লিমিটেড এবং পারটেক্স ল্যামিনেটস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বর্তমানে তিনি সিটি ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান। বাংলাদেশের গ্রাহকদেরকে বিশ্বখ্যাত আমেরিকান এক্সপ্রেস কার্ডের সঙ্গে পরিচয় করিয়ে দেয়ার ক্ষেত্রে তিনি মুখ্য ভূমিকা পালন করেন। তাঁর হাত ধরেই সিটি ব্যাংক নতুন লোগো-র মাধ্যমে ২০০৮ সালে নবযাত্রা শুরু করে। এছাড়াও তিনি ব্যাংকটির ব্রোকারেজ, মার্চেন্ট ব্যাংক সাবসিডিয়ারি, প্রায়োরিটি ব্যাংকিং সেবা ‘সিটিজেম’ এবং ঢাকা বিমানবন্দরে ব্যাংকের কার্ড গ্রাহকদের জন্য বেসরকারি খাতে দেশের প্রথম আন্তর্জাতিক লাউঞ্জ চালু করেন।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি