শুল্ক ফাঁকি, আইসিডিতে পণ্যের চালান আটকে দিল কাস্টমস
প্রকাশিত : ১৪:২৬, ২৩ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১৪:২৭, ২৩ সেপ্টেম্বর ২০২৫

সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল কর্তৃক প্রাপ্ত শুল্ক ফাঁকির গোপন তথ্যের ভিত্তিতে কমলাপুর আইসিডিতে একটি পণ্যের চালান আটকে দেওয়া হয়েছে।
গত ১৭ সেপ্টেম্বর কাস্টম হাউস আইসিডি, কমলাপুর কর্তৃক পণ্যচালানটির খালাস কার্যক্রম স্থগিত করা হয়।
বিল অব এন্ট্রিতে আমদানিকৃত পণ্য Mango Pickle হিসেবে বর্ণনা সঠিক থাকলেও একে সসেজ/সিজনিং হিসেবে HS Code: 2103.90.90তে আমদানিকারক কর্তৃক ঘোষণা প্রদান করা হয়েছে। কিন্তু সরেজমিনে প্রাপ্ত পণ্যের প্রকৃতি, ধরণ ও উপাদান বিশ্লেষণে পণ্যটি Pickle (আচার) হিসেবে HS Code: 2008.99.00তে শ্রেণিবিন্যাস হবে মর্মে সংশ্লিষ্ট কাস্টমস হাউসকে অবগত করা হয়।
এক্ষেত্রে দুই এইচএসকোডের TTI তথা শুল্ক করের প্রভাব ৯৩% হলেও Database অনুযায়ী HS Code: 2103.90.90 এর শুল্কায়নযোগ্য মূল্য প্রতি কেজি 1.30 USD এবং HS Code: 2008.99.00 এর শুল্কায়নযোগ্য মূল্য প্রতি কেজি 3.50 USD। সেক্ষেত্রে প্রতি কেজি 3.50 USD তে শুল্কায়ন করা হলে মোট শুল্কের পরিমাণ দাড়ায় প্রায় ১,০৩,৩৮,০০০/- টাকা এবং আমদানিকারক কর্তৃক ইতোমধ্যে প্রায় ৩৮,৩৮,০০০/- টাকা পরিশোধ করায় শুল্ক ফাঁকির পরিমাণ দাঁড়াবে প্রায় ৬৫,০০,০০০/- টাকা।
কাস্টম, হাউস আইসিডি, কমলাপুর কর্তৃক পণ্যচালানটি যথাযথ এইচএসকোড ও মূল্যে শুল্কায়নসহ প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।
এএইচ
আরও পড়ুন