সন্দ্বীপে বিনামূল্যে ৪৬ জনের ছানি অপারেশন
প্রকাশিত : ২২:১৬, ১০ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ২২:৪৯, ১০ ফেব্রুয়ারি ২০১৮
 
				
					চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সন্দ্বীপ মেডিকেল সেন্টারে বিনামূল্যে চক্ষু শিবির কার্যক্রম সম্পন্ন হয়েছে। এই কার্যক্রমটি ৪ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৬ ফেব্রুয়ারি শেষ হয়।
অস্ট্রেলিয়ার দ্যা ফ্রেড হলোস ফাউন্ডেশনের সহযোগিতায় এ চক্ষুশিবির কার্যক্রমের আয়োজন করে মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতাল।
মেডিকেল সেন্টারের বর্হি:বিভাগে প্রথমে ৪৯০ জন রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসহ প্রয়োজনীয় ঔষধ দেওয়া হয়। তাদের মধ্যে ৪৬ জনের চোখে ছানিপড়া রোগীকে বাছাই করে ছানি অপারেশনের মাধ্যমে লেন্স প্রতিস্থাপন করা হয়। ছানি অপারেশনকৃত রোগীদের অপারেশন পরবর্তী প্রয়োজনীয় ঔষধ ও কালো চশমা প্রদান করা হয়।
অপারেশনকৃত রোগীদের পরবর্তী ফলোআপের জন্য মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতাল থেকে অপর একটি মেডিকেল টিমের মাধ্যমে ফলোআপ করে প্রয়োজনীয় ব্যবস্থাপত্র দেওয়া হবে।
এই চক্ষুশিবির কার্যক্রমটি আউটডোর ক্যাম্পে রোগী বাচাই করা হয় পূর্ব সন্দ্বীপ হাই স্কুল ভবনে। এতে সেচ্ছাসেবকের দায়িত্ব পালনকরে ওই স্কুলের ৩০জন শিক্ষার্থী।
চক্ষুশিবিরের ১০ সদস্যের এই মেডিকেল টিমের নেতৃত্ব দেন মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের সিনিয়র পাবলিক রিলেশন অফিসার মো. আবু জাফর। ছানি পড়া রোগীদের অপারেশনে করেন জুনিয়র কনসালটেন্ট ডা. মো. রাশেদুর রহমান তালুকদার, মেডিকেল অফিসার ডা. মো. হানিফুর রহমান। এই চক্ষুশিবির কার্যক্রমটি পরিচালনা করেন মো. মাহিদুল মাওলা মনজুর।
কেআই/টিকে
আরও পড়ুন
 
				        
				    






























































