ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

সন্ধ্যায় কিউইদের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

প্রকাশিত : ১০:৩৯, ৫ জুন ২০১৯ | আপডেট: ১৪:৩১, ৫ জুন ২০১৯

Ekushey Television Ltd.

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর ম্যাচে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে মাশরাফিরা। এবার সামনে আরেক শক্তিশালী নিউজিল্যান্ড।

বুধবার নিজেদের দ্বিতীয় ম্যাচে কিউইদের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচে প্রোটিয়াদের বিরুদ্ধে ২১ রানে জয় পেয়ে ফুরফুরে মেজাজে সাকিব-তামিমরা।

অপরদিকে, দুর্দান্ত জয় দিয়ে আসর শুরু করেছে নিউজিল্যান্ডও। বৈশ্বিক টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকাকে রীতিমতো বিধ্বস্ত করেছেন কিউইরা। নিজেদের ওপর আস্থা রেখে খেলতে নামবেন তারাও।

লন্ডনের কেনিংটন ওভালে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে দুই দলের লড়াই। ধারণা করা হচ্ছে, ম্যাচটি হাড্ডাহাড্ডি হবে।

জমজমাট লড়াইয়ের আভাস পাওয়া গেলেও এ ম্যাচে একাদশে কোনো পরিবর্তন আনার সম্ভাবনা নেই বাংলাদেশের। নিউজিল্যান্ডের বিপক্ষে অপরিবর্তিত একাদশ নিয়ে খেলতে নামবে টাইগাররা। অর্থাৎ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা দলটিই খেলবে।

আই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি