সম্মিলিত ইসলামী ব্যাংক বিষয়ে জরুরি সংবাদ সম্মেলন বিকালে
প্রকাশিত : ১৪:০৬, ৩০ ডিসেম্বর ২০২৫
সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম বিষয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ ব্যাংক।
আজ মঙ্গলবার বিকেল ৫টায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের প্রধান ভবনের ৫ম তলায় অবস্থিত জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। এতে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
বাংলাদেশের ব্যাংকে বিজ্ঞপ্তিতে নির্ধারিত সময়ে উক্ত সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
এএইচ
আরও পড়ুন










